24.4 C
Dhaka
March 16, 2025
তথ্যপ্রযুক্তি

ফ্রি ওয়াইফাই ৭ দিনে ৫০০ স্টেশনে

ফ্রি ওয়াইফাই ৭ দিনে ৫০০ স্টেশনে

ফ্রি ওয়াইফাই ৭ দিনে ৫০০ স্টেশনে

মাত্র ৭ দিনে ৫০০ রেলওয়ে স্টেশনে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। এই নিয়ে মোট দেড় হাজার স্টেশনে ওয়াইফাই সুবিধা চালু করা হল।

এই ওয়াইফাই সুবিধাকে ভারতীয় রেল নাম দিয়েছে রেলওয়্যার। যার মাধ্যমে রেলের যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

রেলটেলের সিএমডি পুনিত চাওলা বলেন, এই ফ্রি ওয়াইফাই প্রকল্পের বাস্তবায়নের কাজ শুরু হয় মুম্বাই সেন্ট্রাল স্টেশন থেকে। উত্তর রেলের শাহিবাবাদ রেল স্টেশন হল ১৫০০তম স্টেশন, যেখানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হয়েছে। এর আগেই দিল্লি-অম্বালা, অম্বালা-চণ্ডীগড় এমনকি কালকা-সিমলা হিল রেলওয়েতেও এই ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হয়েছে।

ফ্রি ওয়াইফাই ৭ দিনে ৫০০ স্টেশনে
ফ্রি ওয়াইফাই ৭ দিনে ৫০০ স্টেশনে

জানা গেছে, স্মার্টফোনে ওয়াইফাই সক্রিয় বরে রেলওয়্যার ওয়াইফাই নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে। এরপরই রেলওয়্যার হোমপেজ ফোনের স্ক্রিনে খুলে যাবে। সেখানে গ্রাহকের মোবাইল ফোনের নম্বর দিতে হবে। ফোন নম্বর দিলেই এসএমএস-এর মাধ্যমে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) আসবে। সেটি আবার হোমপেজের নির্দিষ্ট স্থানে লিখতে হবে। এরপরই ওয়াইফাই ব্যবহার করা যাবে।রেলস্টেশনে ফ্রি ওয়াইফাইয়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেলটেল।

Related posts

“Google “গুগলের এবার যুক্তরাষ্ট্রের ১৩০০ কোটি ডলার বিনিয়োগ

Lutfur Mamun

উইন্ডোজকে ফাস্ট করার ১০টি সহজ উপায়

Lutfur Mamun

এবার ফোনে কথা বলা যাবে ইন্টারনেট-সিম ছাড়া

Lutfur Mamun

Leave a Comment