বলিউডে নতুন রূপে এ আর রহমান, এবার তিনি প্রযোজক-লেখক
বৃহস্পতিবার এ আর রহমান ঘোষণা করলেন ছবি নির্মানে আসতে চলেছেন তিনি। অফিশিয়াল হ্যান্ডেল থেকে তিনি ট্যুইট করে জানান 99 Songs ছবি দিয়েই তিনি বলিউডে পা রাখতে চলেছেন প্রযোজক এবং লেখক হিসেবে। জানিয়েছেন প্রথম ছবিটি প্যাশনেট প্রেম কাহিনি যার প্রেক্ষাপট সংগীত।
খুব বেশি অপেক্ষাও করতে হবে না এই ছবির জন্যে। ২০১৯ সালের ২১ জুন সারা বিশ্বে মুক্তি পাবে ছবিটি। একই সঙ্গে হিন্দি, তামিল এবং তেলুগুতে ডাবিং হবে এই ছবিটি।
9 Songs ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশ্বেষ কৃষ্ণমূর্তি। প্রযোজনা করছেন এ আর রহমানের Y M Movies এবং জিও স্টুডিও। ছবির প্রধান চরিত্রে থাকছে একেবারে নতুন মুখ—এহান ভাট, এডিলসে ভার্গিস এবং তেনজিং দালহা। বিশেষ ভূমিকায় দেখা যাবে মনীষা কৈরালা এবং লিজা রে-কে।