24.4 C
Dhaka
December 17, 2024
Media

বাংলাদেশি অভিনেতা ভারতে নির্বাচনী প্রচারে নেমে বিতর্কে

বাংলাদেশি অভিনেতা ভারতে নির্বাচনী প্রচারে নেমে বিতর্কে

বাংলাদেশি অভিনেতা ভারতে নির্বাচনী প্রচারে নেমে বিতর্কে

রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার করে শোরগোল ফেলে দেন বাংলাদেশি নায়ক ফিরদৌস। সেক্ষেত্রেও নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি এবং সিপিএম।

ফিরদৌসের পর ফের বিতর্কে অন্য এক বাংলাদেশি অভিনেতা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রাজ্যে শাসক দল তৃণমূলের হয়ে ভোট প্রচারে অংশ নেওয়ার।

জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা ফিরদৌসকে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভিসা বাতিল করে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়ার পরই প্রকাশ্যে আসে, একই ভাবে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছেন অভিনেতা গাজি আব্দুন নুর।রাজ্যের মানুষের কাছে গাজি নুর কয়েকটি জনপ্রিয় বাংলা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করার সূত্রে খুবই পরিচিত মুখ।

বাংলাদেশি অভিনেতা ভারতে নির্বাচনী প্রচারে নেমে বিতর্কে
বাংলাদেশি অভিনেতা ভারতে নির্বাচনী প্রচারে নেমে বিতর্কে

মঙ্গলবার বিকেলেই বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং শিশির বাজোরিয়া রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে অভিযোগ করেন। বিজেপি সূত্রে খবর, তাঁরা একটি ভিডিয়োও জমা দিয়েছেন কমিশনকে। সেইভিডিয়োয় দেখা যাচ্ছে, দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের রোড শোতে একটি প্রচার গাড়ি থেকে গাজি নুর জনতার উদ্দেশে হাত নাড়ছেন। তাঁর পাশে তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।

নির্বাচন কমিশন যদিও বিজেপির করা ওই অভিযোগ নিয়ে মুখ খোলেনি। তবে কমিশনের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘‘নির্বাচনী বিধিতে অন্য দেশের কোনও নাগরিককে দিয়ে নির্বাচনী প্রচার করানো যাবে না, এ বিষয়ে কোনও স্পষ্ট নির্দেশ নেই। তাই গোটা বিষয়টি আমরা দিল্লিতে নির্বাচন সদনে জানাচ্ছি। তাঁরাই সিদ্ধান্ত নেবেন।’’

এর আগে রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার করে শোরগোল ফেলে দেন বাংলাদেশি নায়ক ফিরদৌস। সেক্ষেত্রেও নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি এবং সিপিএম। সূত্রের খবর, তার আগেই কেন্দ্রীয় গোয়েন্দারা জরুরি ভিত্তিতে ফিরদৌসকে নিয়ে একটি রিপোর্ট পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। সেই রিপোর্ট দেখেই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রক। তারা ব্যুরো অব ইমিগ্রেশনের কাছে রিপোর্ট তলব করে। সেই রিপোর্টে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয় যে ফিরদৌস তাঁর ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। তার পরই তাঁর ভিসা বাতিল করে কালো তালিকাভুক্ত করে মন্ত্রক। জানানো হয় বাংলাদেশ দূতাবাসকেও। মঙ্গলবারই ঢাকায় ফিরে যান তিনি।

গাজির বিরুদ্ধেও একই রকম কড়া ব্যবস্থা নিতে পারে বলে ইঙ্গিত। ইতিমধ্যেই কলকাতার এফআরআরও দফতরকে গাজির ভিসা সম্পর্কিত বিশদ তথ্য পাঠাতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ওই দফতর কলকাতা পুলিশের আওতাধীন। সেই রিপোর্ট পেলেই সিদ্ধান্ত নেওয়া হবে জানা গিয়েছে মন্ত্রক সূত্রে।

Related posts

অমিতাভ বচ্চন পরিস্থিতির কারণেই জয়াকে বিয়ে করেছিলেন

Lutfur Mamun

বিনোদন মিডিয়া খবর ২০২৪ এপ্রিল ২৬ || Entertainment Media News 2024 April 26 ||

Lutfur Mamun

অভিনেত্রী সানাই সাবেক মন্ত্রীকে বিয়ে করছেন

Lutfur Mamun

Leave a Comment