24.4 C
Dhaka
April 17, 2025
Media

বিয়ে নিয়ে নতুন কথা

বিয়ে নিয়ে নতুন কথা

বিয়ে নিয়ে নতুন কথা

এ মাসেই মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর বিয়ে করছেন শোনা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই বলিউড পাড়ায় এমন জল্পনাই শোনা যাচ্ছিল। তবে সে জল্পনায় জল ঢেলে দিয়েছেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি নিজের বিয়ের খবরকেই অস্বীকার করেছেন তিনি।

অর্জুনকে বিয়ে করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মালাইকা স্পষ্ট বলেন, ‘এই ধরনের বোকা বোকা জল্পনার কোনো সত্যতা নেই।’

বিয়ে নিয়ে নতুন কথা
বিয়ে নিয়ে নতুন কথা

কয়েকদিন আগেই মুম্বাই বিমানবন্দরে প্রায় একসঙ্গে ফ্রেমবন্দী হয়েছিলেন মালাইকা-অর্জুন। তারা একসঙ্গে মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন বলে খবর শোনা যায়। তাহলে হঠাৎ করে বিয়ের জল্পনাকে মিথ্যে কেন বললেন মালাইকা

বলিউড ইন্ডাস্ট্রির একাংশের মতে, এই বিষয়টা থেকে সকলের দৃষ্টি ঘুরিয়ে দিতেই প্রকাশ্যে এই মন্তব্য করেছেন মালাইকা। আরেক অংশ মনে করছে, হয়তো বিয়ের তারিখ কিছুটা পিছিয়ে দিয়েছেন এই জুটি। তবে আসল সত্যি ঠিক কী, তা এখনো জানা যায়নি।

শোনা গিয়েছিল, আগামী ১৯ এপ্রিল খ্রিষ্টান মতে বিয়ে করতে পারেন মালাইকা-অর্জুন। সত্যিই এ বিয়ে হলে এই নিয়ে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধবেন মালাইকা।

এর আগে ১৯৯৮ সালে বলিউড অভিনেতা সালমান খানের ভাই আরবাজ খানকে বিয়ে করেন এই অভিনেত্রী। ওই সংসারে তাদের এক ছেলেও রয়েছে। কিন্তু ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

অর্জুনের সঙ্গে সম্পর্কের জেরেই মালাইকা-আরবাজের সম্পর্ক ভেঙে গিয়েছিল বলে বলিউড পাড়ায় শোনা যায়। যদিও মালাইকা-আরবাজ দুজনেই তা অস্বীকার করেন।

Related posts

February 4-2022,#‘তালাশ’ মুক্তি পাচ্ছে,#সিয়াম #পূজা #সিনেমা মুক্তি পাচ্ছে তিন বছর পর ||

Lutfur Mamun

বাংলাদেশি অভিনেতা ভারতে নির্বাচনী প্রচারে নেমে বিতর্কে

Lutfur Mamun

উত্তাপ ছড়ালেন রুনা খান মাঘের শেষে ||Runa Khan spread the heat at the end of Magh ||

Lutfur Mamun

Leave a Comment