মুখে লম্বা দাড়ি নিয়ে সাকিবের ভিন্নধর্মী প্রতিবাদ
সাকিব আল হাসান গাড়িতে বসে আছেন। এ সময় দেখা যায় মুখে বড় দাড়ি। একটা ক্লোজ শট সেলফি। এ ছবি দিয়ে সবাই ‘জুমা মুবারক’ জানিয়েছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। এই ক্রিকেট তারকার কোনো পোস্ট মানেই তা ভাইরাল। এটাও তাই।
কিন্তু এ ছবিতে কিছু বিরূপ মন্তব্য এসেছে। মূলত তার এই দাড়ি নিয়ে কমেন্টের ঘরে আলোচনা-সমালোচনা ঝড় বইছে। কেউ কেউ প্রশংসা করছেন আবার কেউ কেউ লিখেছেন, ইসলাম ধর্মের এমন একটি আদব নিয়ে মজা করা সাকিবের ঠিক হয়নি।
অথচ অনেকেই মনে করছেন এটার সাহায্যে সাকিব একটি প্রতিবাদ করেছেন। আর সেটি হল- সম্প্রতি সুইজারল্যান্ডের একটি ক্লিনিকে পরিচালিত এই গবেষণায় পুরুষের দাড়ি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে দাবি করে, কুকুরের পশমে যে পরিমাণ জীবাণু থাকে তার চেয়ে আরো বেশি পরিমাণ জীবাণু থাকে মানুষের দাড়িতে।
আর এমন গবেষণার ফল নিয়ে মুসলমানদের পক্ষ থেকে বেশ করেই প্রতিবাদ আসছে। সাকিব কি তাহলে সেই প্রতিবাদের জন্যই এমন ছবি দিলেন? তবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি সাকিব।