24.4 C
Dhaka
April 18, 2025
International

সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করে বিপাকে সালমান

সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করে বিপাকে সালমান

সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করে বিপাকে সালমান

কোর্টের মামলা, থানা-পুলিশ এসব যেনো বলিউড সুপারস্টার সালমান খানের পিছুই ছাড়তে চায় না। আবারও বিপাকে পড়েছেন সালমান খান। এবার এই নায়কের উপর চটেছেন এক সাংবাদিক। সালমানের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন সেই ব্যক্তি।

সালমানের বিরুদ্ধে মুম্বইয়ের ডিএন নগর থানায় অভিযোগ দায়ের করেন সেই সাংবাদিক। বর্তমানে ‘দাবাং থ্রি’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাল্লু ভাই। সেই কাজের ফাঁকেই মুম্বাইয়ের রাস্তায় ঘুরছিলেন সাইকেল নিয়ে।

সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করে বিপাকে সালমান
সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করে বিপাকে সালমান

বুধবার সকালে সালমান যখন মুম্বাইয়ের লিঙ্কিং রোডে সাইকেল চালাচ্ছিলেন, তখন অশোক শ্যামল পাণ্ডে নামের ওই সাংবাদিক গোপনেই কিছু ছবি তুলছিলেন তার। তখন সালমান তার মোবাইল কেড়ে নেন হাত থেকে। গালিগালাজও করেন।

আর সেই অভিযোগের ভিত্তিতেই ভাইজানের বিরুদ্ধে ডিএন নগর থানায় অভিযোগ দায়ের করেন ওই শ্যামল পাণ্ডে।

জানা গেছে, সালমানের দেহরক্ষীও পালটা এক অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিকের বিরুদ্ধে। শ্যামল পাণ্ডে নামের ওই সাংবাদিক নাকি বিনা অনুমতিতেই একের পর এক সালমনের ছবি তুলছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পালটা অভিযোগ দায়ের হয় ওই সাংবাদিকের নামে।

 

Related posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ আবারো বেড়েছে হাজার ছাড়াল হাসপাতালে ভর্তি রোগির সংখ্যা ||

Lutfur Mamun

করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ খবর || বৃহস্পতিবার , ৭ মে ২০২০,

Lutfur Mamun

করোনা ভাইরাস সর্বশেষ সংবাদ || বুধবার, ১৯ আগস্ট ২০২০

Lutfur Mamun

Leave a Comment