সুবীর নন্দীর কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন কণ্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লাইফ সাপোর্টে থাকা সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রফিকুল আলম ও ডা. সামন্ত লাল সেন।
সেখানেই তিনি এই পরামর্শ দেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন।
তিনি বলেন, “তারা সুবীর নন্দীর চিকিৎসা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন এবং তাঁর স্ত্রী ও কন্যার সাথে সাক্ষাৎ করেন।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. সামন্ত লাল সেনকে নির্দেশনা দেন শিল্পীর মেডিকেলের সকল কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর জন্য এবং সেখানকার বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জন্য। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
গত মার্চের শুরুর দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গুরুতর অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হওয়ার পর তার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছিল। পরে তাদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয় কাদেরকে। সেখানে চিকিৎসার পর এখন ‘সম্পূর্ণ সুস্থ’ তিনি।
এরপর এই মাসেই ফেনীতে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাকেও সিঙ্গাপুরে পাঠাতে বলেছিলেন প্রধানমন্ত্রী।
সে সময় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনই সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। নুসরাতের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পাঠানোর পাশাপাশি ভিডিও কনফারেন্সে তাদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তবে নুসরাতের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিঙ্গাপুরে পাঠানোতে বিষয়ে সায় দেননি ওই চিকিৎসকরা। পাঁচ দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি।
একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুবীর নন্দী গত রোববার রাতে সিলেট থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে সিএমএইচে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সুবীর নন্দীকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করেন।
৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করতে হচ্ছিল।
বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি।
এর আগে ১৯৯৮ সালেও সুবীর নন্দীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী দুই দফায় সব ধরনের সহযোগিতা দিয়েছেন বলে জানান উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।