24.4 C
Dhaka
July 17, 2025
Media

১২ তম বিবাহ বার্ষিকীতে অসাধারণ ঐশ্বরিয়া-অভিষেক

১২ তম বিবাহ বার্ষিকীতে অসাধারণ ঐশ্বরিয়া-অভিষেক

১২ তম বিবাহ বার্ষিকীতে অসাধারণ ঐশ্বরিয়া-অভিষেক

একজন বলিউডের সর্বকালের সেরা সুন্দরীদের অন্যতম, অন্যজনের সঙ্গে রয়েছে বংশ পরিচয়। তবে দুজনের মিলনের পথ যেমন সহজ ছিল না, তেমনই সহজ ছিল না বিবাহিত জীবনও। সব কিছু উপেক্ষা করে ১২ বছর পেরিয়ে আজ তারা বলিউডের পাওয়ার কাপল।

১২ তম বিবাহ বার্ষিকীতে অসাধারণ ঐশ্বরিয়া-অভিষেক
১২ তম বিবাহ বার্ষিকীতে অসাধারণ ঐশ্বরিয়া-অভিষেক

স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং মেয়ে আরাধ্যাকে নিয়ে মালদ্বীপে বর্তমানে ছুটি কাটাচ্ছেন অভিষেক বচ্চন। তবে এই ছুটি কাটানোর বিশেষ একটি উপলক্ষ্যও রয়েছে। সমুদ্র সৈকতে রোম্যান্টিক নৈশভোজের সময় ঐশ্বর্যর একটি অসাধারণ ছবি শেয়ার করেছেন অভিষেক।

ক্যাপশনে লিখেছেন, ‘মধু এবং চাঁদ’। আসলে এই দিনটি ছিল তাদের ১২ তম বিবাহ বার্ষিকী। একটি নীল নেকলেস এবং একটি নীল ম্যাক্সি পোশাকে ঐশ্বর্যকে অসামান্য দেখাচ্ছিল বলাই বাহুল্য।

নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে অভিষেক তাদের ছুটি কাটানোর নানা টুকরো মুহূর্তও শেয়ার করেছেন। অন্যদিকে, ঐশ্বর্যও মালদ্বীপের নিয়ামা প্রাইভেট দ্বীপপুঞ্জের সুন্দর দৃশ্যের একটি ছবি শেয়ার করে নিয়েছেন।

Related posts

নম্র-ভদ্র পাত্র চাই: মেহজাবিন

Lutfur Mamun

আজকের #মিডিয়ার, #মাহিয়া মাহির, #সানি লিওন, #শ্রাবন্তী || ০৭-১২-২০২১,,

Lutfur Mamun

নায়িকা জয়া থেকে নায়িকা জয়া

Lutfur Mamun

Leave a Comment