24.4 C
Dhaka
September 23, 2024
Sports

IPL 2019 : দুরন্ত বোলিংয়ে দিল্লিকে হারিয়ে লিগ শীর্ষে সানরাইজার্স

IPL 2019 : দুরন্ত বোলিংয়ে দিল্লিকে হারিয়ে লিগ শীর্ষে সানরাইজার্স

IPL 2019 : দুরন্ত বোলিংয়ে দিল্লিকে হারিয়ে লিগ শীর্ষে সানরাইজার্স

পর পর তিন ম্যাচে জিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শীর্ষে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার রাতে দিল্লির ফিরোজ শা কোটলায় তারা দিল্লি ক্যাপিটালকে হারাল ৫ উইকেটে। এই মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সানরাইজার্স।

এদিনের ম্যাচ হায়দরাবাদের এই দলকে জেতালেন মূলত বোলাররা। ভুবনেশ্বর কুমার, মহম্মদ নবি, সিদ্ধার্থ কৌলদের দুরন্ত পারফরম্যান্সেই দিল্লি জয় সম্ভব হল তাদের।

IPL 2019 : দুরন্ত বোলিংয়ে দিল্লিকে হারিয়ে লিগ শীর্ষে সানরাইজার্স
IPL 2019 : দুরন্ত বোলিংয়ে দিল্লিকে হারিয়ে লিগ শীর্ষে সানরাইজার্স

এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্সের অধিনায়ক ভুবনেশ্বর কুমার। তার পর তাঁরই নেতৃত্বে দুরন্ত বোলিং শুরু করে দল। মাত্র ১২৯ রানেই থমকে যান ঋষভ পন্থরা।

ভুবনেশ্বর, নবি ও সিদ্ধার্থ দু’টি করে উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন রশিদ খান ও সন্দীপ শর্মা। তাত্পর্যপূর্ণ ভাবে হায়দরাবাদের পাঁচ বোলারই একটি করে উইকেট পেয়েছেন।

দিল্লির হয়ে বেশ কয়েকটি ম্যাচে ভালো পারফর্ম করা পৃথ্বী শ, ঋষভ পন্থ, শিখর ধাওয়ানরা সেভাবে দাগ কাটতে পারেননি। একমাত্র লড়েছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। রশিদ খানের বলে বোল্ড হওয়ার আগে তিনি ৪৩ রান করেন।

হায়দরাবাদের হয়ে দিল্লির হাত থেকে ম্যাচ কার্যত একাই ছিনিয়ে নেন জনি ব্যারিস্ট্র। ৬.৫ ওভারে তিনি আউট হন। তখন হায়দরাবাদের স্কোর ৬৪। যার মধ্যে একাই ব্যারিষ্ট্র ৪৮ রান করেন।

এর পর চারটি উইকেট পড়ে। কিন্তু হায়দরাবাদের রানের গতি থামেনি। ১৯ তম ওভারেই ম্যাচ পকেটে পুরে নেয় সানরাইজার্স।

Related posts

বিধ্বস্ত খুলনা শাকিব-জাজাইয়ের

Lutfur Mamun

আর্জেন্টিনা শেষ করলো আরব আমিরাতকে গোলবন্যায় ভাসিয়ে ||

Lutfur Mamun

বড় চমক দিয়ে বিশ্বকাপে বাংলাদেশ দল

Lutfur Mamun

Leave a Comment