Song : Alada Alada
Music & Lyrics : Anupam Roy
Singer : Iman Chakraborty
Nylon String Guitar : Raja Chowdhury
Additional Guitar : John Paul
Ibo, Cajonito, Shaker : Ratul Shankar
Bass : Kaustav Biswas
Additional Programming : Shamik Chakravarty
Mixing & Mastering : Shomi Chatterjee
আলাদা আলাদা সব
আমি আবার ক্লান্ত পথচারী,
এই কাঁটার মুকুট লাগে ভারী,
গেছে জীবন দুদিকে দুজনারই,
মেনে নিলেও কি মেনে নিতে পারি?
ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই …
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।
কুয়াশা ভেজা নামছে সিঁড়ি
অনেক নীচে জল
সেখানে এক ফালি চাঁদ ভাসছে
করছে টলমল।
তাকে বাঁচাব বলে, জলে নেমেও
বাঁচাতে পারি না।
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।
কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়ি
কী এসেছি ফেলে?
বরফে ঢেকেছে শয্যা আমার
কখন অবহেলে?
কীভাবে বদলে গেল চাওয়া পাওয়া
বুঝতে পারি না।
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।
Ami abar klanto pothochari
Ei katar mukut laage bhari
Geche jibon dudike dujonari
Mene nileo ki mene nite pari
Chutey giyeo jeno haater nagale na pai
Evabe here jai jei ghure takai
Kemon jeno alada alada sob
Aalga theke tai khose porechi praay
Kemon jeno alada alada sob
Kuasha veja naamche siri
Onek niche jol
Sekhane ekfali chand vasche
Korche tolmol
Taake banchabo bole jole nemeo
banchate pari na
Kichuta giyei dariye pori
Ki esechi fele
Borofe dhekeche shojja amar
Kokhon obohele
Kivabe bodle gelo chaowa paowa
Bujhte pari na ar
Ebhabe here jai jei ghure takai
Kemon jeno alada alada sob