‘আবার বসন্ত’ ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে না
নামী অভিনেতা তারিক আনাম খান ও এ প্রজন্মের অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অভিনীত ‘আবার বসন্ত’ ছবিটি ৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তির তিনদিন আগে জানা গেলো পূর্ব ঘোষিত তারিখে ছবিটি মুক্তি পাচ্ছে না।
১ মার্চ, সোমবার সন্ধ্যায় প্রিয়.কমকে এ তথ্য জানিয়েছেন ছবিটির নির্মাতা অনন্য মামুন।

ছবিটি মুক্তির নতুন তারিখের বিষয়ে অনন্য মামুন বলেন, ‘আমাদের এখানে রিলিজ ডেট নিয়ে অনেকরকম জটিলতা হয়। অনেকেই পুরনো ছবি দিয়ে ডেট ব্লক করে রাখে। সে জায়গা থেকে সেন্সর সার্টিফিকেটটা হাতে নিয়েই নেক্সট ডেটটা বলতে চাই।’
তিনি বলেছেন, ‘আমি একজন বাবা না, আমি একজন মানুষ। এটাই গল্প। এর বাইরে আর কিছুই বলা যাবে না। আমার মনে হয় এখনই সময়। সিনেমা মানে যে স্টার নিয়েই কাজ করতে হবে, তা নয়। নির্দিষ্ট ফরম্যাটের বাইরে গিয়ে কাজ করার সময় আসছে। নতুন ফরম্যাটের একটা ছবি বানাতে গেলে অ্যাক্টর দরকার। স্টার দরকার নাই।’
নির্মিতব্য ছবিটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তুষার খান, ইমতু রাতিশসহ আরও অনেকেই।
ছবিটি নিয়ে স্পর্শিয়া বলেছেন, ‘অসমবয়সী প্রেমের গল্প বলা হলেও এটি আসলে জীবনবোধের গল্প, মানবিকতার গল্প, পরিবারের গল্প, একাকীত্বের গল্প। যেকোনো গল্পই ভিন্নমাত্রা পায় যখন সেখানে একটি বার্তা থাকে। ছবিতে একটি বার্তা আছে যা আমাকে বেশি মুগ্ধ করেছে।’
ছবিটি প্রযোজনা করেছেন ট্যাম মাল্টিমিডিয়া। ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড। এ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন ‘বেহায়া মন’-খ্যাত শিল্পী চিশতি বাউল। ছবিতে তিনি ‘মিলন হবে কত দিনে’ গানটি রিমেক ভার্সনে গেয়েছেন।