কেনিয়ার বিমানবন্দরে আগুন, নেই হতাহতের খবর
লাগেজ ব্যবস্থাপনায় ত্রুটির কারণে বুধবার কেনিয়ার রাজধানী নাইরোবির জোমো কেনিয়াত্তা বিমানবন্দরের অগ্নিকাণ্ড ঘটে। ওই দিন স্থানীয় সময় মধ্যরাত নাগাদ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ভয়াবহ আগুনের শিকার হল কেনিয়া বিমানবন্দর। নাইরোবির জোমো কেনিয়াত্তা বিমানবন্দরের অগ্নিকাণ্ডের পরে প্রস্থানপথের একটি টার্মিনাল বন্ধ, করে দেওয়া হয়। তবে হতাহতের কোনও খবর মেলেনি।
লাগেজ ব্যবস্থাপনায় ত্রুটির কারণে বুধবার কেনিয়ার রাজধানী নাইরোবির জোমো কেনিয়াত্তা বিমানবন্দরের অগ্নিকাণ্ড ঘটে। ওই দিন স্থানীয় সময় মধ্যরাত নাগাদ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, লাগেজ ব্যবস্থাপনায় ত্রুটির কারণেই হঠাৎ টার্মিনালে আগুন লেগে যায়। এই ঘটনার পরে যাত্রীদের বিমানবন্দর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
কেনিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ (কেএএ) জানিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে সাময়িক ভাবে বিমানবন্দরের কাজকর্ম বন্ধ থাকলেও বৃহস্পতিবার থেকে আবারও তা স্বাভাবিক হয়েছে।