24.4 C
Dhaka
July 18, 2025
তথ্যপ্রযুক্তি

গুগল ম্যাপ দুর্ঘটনায় রাস্তা বন্ধের খবর জানাবে

গুগল ম্যাপ দুর্ঘটনায় রাস্তা বন্ধের খবর জানাবে

গুগল ম্যাপ দুর্ঘটনায় রাস্তা বন্ধের খবর জানাবে

খুব সহজেই দ্রুততম রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দিতে গুগল ম্যাপের জুড়ি নেই। তবে রাস্তায় বেরিয়ে যদি দেখেন দুর্ঘটনা বা ডাইভার্সানের কারণে বিশাল জ্যাম। তবে ভোগান্তির শেষ থাকে না।

অনেকেই তখন গুগল ম্যাপকে দোষারোপ করতে শুরু করেন। এই সমস্যা থেকে মুক্তি দিতে নতুন ফিচার নিয়ে এলো গুগল।

গুগল ম্যাপ দুর্ঘটনায় রাস্তা বন্ধের খবর জানাবে
গুগল ম্যাপ দুর্ঘটনায় রাস্তা বন্ধের খবর জানাবে

দুর্ঘটনা হলে সেই রাস্তা এড়ানোর নতুন উপায় নিয়ে এলো গুগল ম্যাপ। সম্প্রতি গুগল ম্যাপে নতুন এই ফিচার যোগ হয়েছে। এর ফলে রাস্তায় কোন কারণে হঠাৎ ট্রাফিক স্লো হয়ে গেলে তা গুগল ম্যাপসকে জানিয়ে দেওয়া যাবে।

আগে দুর্ঘটনা ও ট্রাফিক স্লো ডাউনের খবর গুগল ম্যাপের মাধ্যমে আপনার কাছে পৌঁছাতে পৌঁছাতে আপনি সেই রাস্তায় পৌঁছে যেতেন। নতুন ফিচারে সেই সমস্যা থেকে মুক্তি মিলবে।

এছাড়াও রাস্তায় কোথায় পুলিশ আপনাকে থামিয়ে জরিমানা করছে তা গুগল ম্যাপ থেকে জানা যাবে। ফলে আগে থেকেই গতি কমিয়ে নিতে পারবেন। সুরক্ষিত হবে ড্রাইভিং আর জরিমানার হাত থেকেও রক্ষা পাবেন আপনি। বর্তমানে ভারতের দিল্লীতে এই সুবিধা পাওয়া যাচ্ছে।

Related posts

এয়ারপোর্টের আশপাশে ড্রোন ওড়ানো ঠেকাতে প্রযুক্তি উন্নত করেছে ডিজেআই।

Lutfur Mamun

How to make Bootable usb UniBeast Mac os Yosemite Tutorial || 2021

Lutfur Mamun

বাংলাদেশ স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হলো

Lutfur Mamun

Leave a Comment