স্ত্রী-ছেলেকে নিয়ে মিউজিক্যাল ভিডিওতে অপূর্ব
ফ্রেশ খাঁটি সরিষার তেলের একটি মিউজিক্যাল রেসিপি ভিডিওতে স্ত্রী-ছেলেকে নিয়ে বৈশাখী রান্নায় দেখা গেল ছোটপর্দার ব্যস্ত অভিনয়শিল্পী অপূর্বকে।
ছেলে আয়াশ ও স্ত্রী নাজিয়া হাসানকে নিয়ে অপূর্ব’র রান্নার ভিডিওটি ফ্রেমবন্দি করেছে ফ্রেশ খাঁটি সরিষার তেল।
গান গাইতে গাইতে পহেলা বৈশাখ উপলক্ষে ছেলের জন্য রান্না করে ফেললেন বৈশাখের খাবার সর্ষে ইলিশসহ হরেক রকমের ভর্তা। রান্না শেষ হতে না হতেই কলিংবেল বেজে উঠে এবং সবাইকে অবাক করে অপূর্ব’র রান্নার স্বাদ নিতে চলে আসেন সহধর্মিনী নাজিয়ার দুই বোন ইশরাত আমিন ও তাসমিম আমিন অভ্র। গান আর আড্ডার ফাকে ফাঁকে কেটে যায় বিশেষ দিনটি।
রান্নার ভিডিওটি ইউটিউব ও ফেইসবুকে প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।