24.4 C
Dhaka
December 22, 2024
International

অক্ষয় কুমার ভুলভুলাইয়া এক যুগ পর ফের হরর কমেডি

অক্ষয় কুমার ভুলভুলাইয়া এক যুগ পর ফের হরর কমেডি

অক্ষয় কুমার ভুলভুলাইয়া এক যুগ পর ফের হরর কমেডি

২০১৮ সালে এক অন্য স্বাদের গল্প দর্শকদের শুনিয়েছিল দীনেশ বিজনের হরর-কমেডি স্ত্রী। তবে বলিউডে এই ধারার ছবির প্রবেশ অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের হাত ধরেই। হ্যাঁ, কথা হচ্ছে ২০০৭ সালে মুক্তি পাওয়া ছবি ভুল ভুলাইয়ার। তার ঠিক ১২ বছর পর আরও একবার বড় পর্দায় হরর-কমেডি নিয়ে হাজির হতে চলেছেন অক্ষয় কুমার।

প্রিয়দর্শন নন, এবার পরিচালক রাঘব লরেন্সের সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয়। চলতি বছরের এপ্রিল মাসেই শুরু হতে চলেছে ছবির শ্যুটিং। তামিল ফ্রাঞ্চাইজি কাঞ্চনা-র থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে এই ছবি। দুটি ছবি মুণি ও কাঞ্চনার মিশেলে তৈরি হবে এই ছবি। গত ছ’মাস ধরে চলছে ছবির চিত্রনাট্যের কাজ।
এক ভীতু ব্যক্তির চরিত্রে এই ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে যিনি সূর্যাস্তের পর বাড়ি থেকে বেরোতেও ভয় পান। গল্পে মোড় আসে যখন রূপান্তরকামী এক ভূতের সঙ্গে তাঁর আচমকাই দেখা হয়। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে টানা ৬০-৭০ দিন শ্যুটিং হওয়ার কথা এই ছবির। ২০২০ সালের শুরুতেই মুক্তি পাওয়ার কথা এই ছবির।

Related posts

করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ খবর || শুক্রবার, ২৮ আগস্ট ২০২০

Lutfur Mamun

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ আবারো বেড়েছে হাজার ছাড়াল হাসপাতালে ভর্তি রোগির সংখ্যা ||

Lutfur Mamun

যুদ্ধ শুরুর পর প্রথম ফোনালাপে কী বললেন ল্যাভরভ ও ব্লিঙ্কেন ||

Lutfur Mamun

Leave a Comment