24.4 C
Dhaka
December 22, 2024
Bangladesh

আওয়ামী লীগের প্রার্থী,ঢাকা উত্তরে আতিকুল, কিশোরগঞ্জ লিপি

আওয়ামী লীগের প্রার্থী,ঢাকা উত্তরে আতিকুল, কিশোরগঞ্জ লিপি

আওয়ামী লীগের প্রার্থী,ঢাকা উত্তরে আতিকুল, কিশোরগঞ্জ লিপি

ঢাকা উত্তর সিটি করপোরেশন এর উপ নির্বাচনে আতিকুল ইসলাম পেয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। গত বছর স্থগিত হওয়া নির্বাচনেও তিনি দলীয় প্রার্থী হয়েছিলেন।

শনিবার আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।

বোর্ডের সভায় কিশোরগঞ্জ-১ আসনে পুন:নির্বাচনে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বোন সৈয়দা জাকিয়া নূর লিপিকে দলীয় মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তিনটি পৌরসভা এবং ৩০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া হয়।

কিশোরগঞ্জ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ সাফায়েত উল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক, প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের মেজ ছেলে রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক এম এ হান্নান এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মসিউর রহমানও মনোনয়নপত্র নিয়েছিলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে এই আসনে আবার ভোট হচ্ছে। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আগেই ৩রা জানুয়ারি রাতে মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম।

কিশোরগঞ্জ-১ আসনে পুন:নির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি।

অন্যদিকে গত বছরের ৯ই জানুয়ারি ডিএনসিসির মেয়র পদের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু ১৭ই জানুয়ারি ডিএনসিসি উপ-নির্বাচন তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ। চলতি মাসে আদালত নির্বাচনের নিষেধাজ্ঞা তুলে দেয়ায় ২২ শে জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উত্তরের মেয়র পদের সঙ্গে ঢাকার দুই সিটিতে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডের কাউন্সিলর পদেও নির্বাচন হবে ২৮শে ফেব্রুয়ারি।

Related posts

করোনাভাইরাস আপডেট ও সর্বশেষ খবর || শুক্রবার, ০৭ মে ২০২১,২৪ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ ||

Lutfur Mamun

মির্জা ফখরুল চিকিৎসা শেষে দেশে ফিরলেন

Lutfur Mamun

জনপ্রিয় কণ্ঠশিল্পী ”বাপ্পা মজুমদার” চমকে গেলেন

Lutfur Mamun

Leave a Comment