24.4 C
Dhaka
July 18, 2025
Media

আগুন ছড়াচ্ছেন দিশা ,শরীর ঢাকা বাঘছোপ আঁকা পোশাকে

আগুন ছড়াচ্ছেন দিশা ,শরীর ঢাকা বাঘছোপ আঁকা পোশাকে

আগুন ছড়াচ্ছেন দিশা ,শরীর ঢাকা বাঘছোপ আঁকা পোশাকে

 

সবে সবে ‘ভারত’-এর শুটিং শেষ করেছেন দিশা পাটানি। সলমন খানে বং ক্যাটরিনা কাইফের সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন তিনি। ‘ভারত’-এর পর এবার নাকি ‘কিক’-এর সিক্যুয়েলেও দেখা যাবে টাইগার শ্রফের বান্ধবীকে। ইতিমধ্যেই নাকি দিশা ‘কিক’-এর সিক্যুয়েলের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। কিন্তু, শত ব্যস্ততার মাঝে দিশা যখন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর নতুন ছবি শেয়ার করলেন, তখন যেন আগুন জ্বলতে শুরু করে।

আগুন ছড়াচ্ছেন দিশা ,শরীর ঢাকা বাঘছোপ আঁকা পোশাকে
আগুন ছড়াচ্ছেন দিশা ,শরীর ঢাকা বাঘছোপ আঁকা পোশাকে

সম্প্রতি ‘এনিম্যাল প্রিন্টেড’ একটি মনোকিনি পরে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেন দিশা। যা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁর ভক্তরা। দিশার ভক্তদের দাবি, সিনেমার শুটিংসহ বিজ্ঞাপনের শুটিংয়ের মাঝে নুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছেন বলিউডের এই অভিনেত্রী।

সম্প্রতি বন্ধু টাইগার শ্রফের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে মুম্বইতে ফেরেন দিশা পাটানি। মালদ্বীপে কখনও সাদা রঙের বিকিনি আবার কখনও সমুদ্রের মাঝে মনোকিনি পরে ভক্তদের মনে জায়গা করে নেন ‘বাগি’ অভিনেত্রী। মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফেরার পর ফের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দিশা। শোনা যায়, হাজার ব্যস্ততার মাঝে দিশার যাতে শরীর ঠিক থাকে, তার জন্য নাকি টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ নিজে সব তদারকি করছেন। দিশার জন্য বাড়ির খাবারও শুটিং ফ্লোরে পাঠিয়ে দিতে শুরু করেছেন টাইগারের মা। যে খবর চাউর হতেই ফের জল্পনা শুরু হয়ে যায় বলিউড জুড়ে।

Related posts

মুখ খুললেন তমা মির্জা রাজ পরীর ‘রক্তারক্তি’ নিয়ে || Tama Mirza Raj-Peer #newvideo #bnagladesh

Lutfur Mamun

#জ্যাকলিন #সানি লিওন #সালমানে আজকের #মিডিয়া ||2021

Lutfur Mamun

আরিফিন শুভ ও নাবিলার আয়নাবাজির সঙ্গে জুটি বাঁধছেন

Lutfur Mamun

Leave a Comment