24.4 C
Dhaka
December 22, 2024
International

আবদুল্লাহ মালয়েশিয়ার নতুন রাজা হলেন

আবদুল্লাহ মালয়েশিয়ার নতুন রাজা হলেন

আবদুল্লাহ মালয়েশিয়ার নতুন রাজা হলেন

মালয়েশিয়ার রাজা নির্বাচিত হয়েছেন পাহাং রাজ্যের রাজা সুলতান আবদুল্লাহ। রুশ সুন্দরীকে বিয়ের পর সুলতান মুহাম্মদ পঞ্চম সিংহাসন ত্যাগ করলে বৃহস্পতিবার নতুন রাজা নির্বাচনে রাজপরিবারের প্রধানরা ভোট প্রদান করেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ায় মোট নয়টি রাজপরিবার রয়েছে। তারা এক যৌথ অধিবেশনে ভোট প্রদানের মাধ্যমে রাজা নির্বাচিত করেন। কিন্তু দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাজা হিসেবে মেয়াদ পূর্তির তিন বছর আগেই পদত্যাগ করেন সুলতান মুহাম্মদ পঞ্চম। ধারণা করা হয়, রুশ সুন্দরীকে বিয়ের পর সমালোচনা এড়াতেই তিনি পদত্যাগ করেন।
মালয়েশিয়ায় রয়েছে প্রতীকী রাজতন্ত্র। আর মালয়েশিয়া একমাত্র দেশ, যেখানে পর্যায়ক্রমে সিংহাসনে আরোহণের ঘটনা ঘটে থাকে। প্রতি পাঁচ বছর পরপর উত্তরাধিকার সূত্রে দেশটির নয় রাজপরিবারের নয়জন শাসকের মধ্যে ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্যায়ক্রমে সিংহাসনের হাতবদল হয়।

সুলতান আবদুল্লাহ আগামী ৩১ জানুয়ারি দেশটির রাজা হিসেবে শপথ নেবেন। এর আগে চলতি মাসের শুরুতে তিনি পাহাং রাজ্যের রাজার আসনে বসেন। সুলতান মুহাম্মদ পঞ্চম সিংহাসন ত্যাগ করলে ছেলেকে দেশটির রাজা হিসেবে নির্বাচিত হওয়ার পথ প্রশস্ত করতেই অসুস্থতার কথা বলে সুলতান আবদুল্লাহকে পাহাং রাজ্যের রাজার আসন ছেড়ে দেন তার বাবা।

গত বছরের নভেম্বরে সদ্য সাবেক রাজা সুলতান মুহাম্মদ পঞ্চম চিকিৎসা ছুটিতে ইউরোপে যান। সেখানে থাকার কিছুদিন পর রাশিয়ার রাজধানী মস্কোতে সাবেক রুশ সুন্দরী ‘মিস মস্কো-২০১৫’ ওকসানা ভোয়েভোদিনার সঙ্গে রাজা মোহাম্মদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর এরই প্রেক্ষিতে পদত্যাগ করেন তিনি।

Related posts

ভারতে নতুন বিল পাস অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে

Lutfur Mamun

বিশ্ব বাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

Lutfur Mamun

গুগল ভারতে টিকটক বন্ধ করে দিল

Lutfur Mamun

Leave a Comment