24.4 C
Dhaka
December 21, 2024
Others

ওয়ার্ল্ড পাসপোর্ট সূচকে তিন ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের।

ওয়ার্ল্ড পাসপোর্ট সূচকে তিন ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের।

ওয়ার্ল্ড পাসপোর্ট সূচকে তিন ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের।

আগের বছরের চেয়ে তিন ধাপ এগিয়ে এবার বাংলাদেশের অবস্থান ৯৭তম। যৌথভাবে এই একই অবস্থানে আছে লেবানন, লিবিয়া ও দক্ষিণ সুদান। আপডেট করা হেনলি পাসপোর্ট সূচকে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ৪১টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার আছে বাংলাদেশীদের। বুধবার ওই সূচক প্রকাশ হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। এ সূচাকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তানের অবস্থান ১০২তম।
তাদের ভিসামুক্ত প্রবেশাধিকার আছে ৩৩টি দেশে। ভারতের অবস্থান ৭৯তম। তাদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ৬১টি দেশে। শ্রীলঙ্কা অবস্থান করছে ৯৫তম স্থানে। তাদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়ছে ৪৩টি দেশে। নেপাল রয়েছে ৯৮তম স্থানে। তাদের ভিসামুক্ত প্রবেশাধাকির রয়েছে ৪০টি দেশে। মিয়ানমারের অবস্থান ৯০তম। তাদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ৪৮টি দেশে।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশনের (আইএটিএ) সহায়তাং ২০০৬ সাল থেকে প্রকাশিত হচ্ছে হেনলি পাসপোর্ট ইনডেক্স।

উল্লেখ্য, এআইটিএ বিশ্বের পর্যটকদের তথ্যভিত্তিক সবচেয়ে বড় ডাটাবেজ। ওই সূচক অনুযায়ী, যেসব ব্যক্তির জাপানি পাসপোর্ট আছে তারা কোনো ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন ১৯০টি দেশে। এর পরের অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। এ দুটি দেশের নাগরিকরা ১৮৯টি দেশে এমন প্রবেশাধিকার পান। এ তালিকায় দু’বছরের মধ্যে ২০ ধাপ অগ্রগতি হয়েছে চীনের। তারা ২০১৭ সালে ছিল এ সূচকে ৮৫তম স্থানে। এ বছর তাদের অবস্থান ৬৯তম। সুবিধাজনক অবস্থানে আছে ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এ সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স ও জার্মানি। চতুর্থ অবস্থানে রয়েছে ডেনমার্ক, ইতালি, ফিনল্যান্ড ও সুইডেন। ১৮৭ টি দেশে তাদের রয়েছে ভিসামুক্ত প্রবেশাধিকার। যৌথভাবে ষষ্ঠ স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র ও বৃটেন। তাদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ১৮৫টি দেশে। অন্য দিকে কানাডা অবস্থান করছে সপ্তম স্থানে।
এ সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০টি পাসপোর্ট হলো জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি ও সুইডেন, লুক্সেমবার্গ ও স্পেনের। আর সবচেযে কম শক্তিশালী পাসপোর্টধারী দেশ হলো আফগানিস্তান ও ইরাক, সোমালিয়া ও সিরিয়া, পাকিস্তান, ইয়েমেন ও ইরিত্রিয়া।

Related posts

সপ্তাহের রাশিফল ২৩-০২-২০১৯

Lutfur Mamun

এ সপ্তাহের রাশিফল

Lutfur Mamun

কেমন যাবে আপনার রাশি

Lutfur Mamun

Leave a Comment