24.4 C
Dhaka
May 9, 2025
Lyrics

গানের লিরিক্স এখন অনেক রাত – আইয়ুব বাচ্চু (এলআরবি)

গানের লিরিক্স এখন অনেক রাত - আইয়ুব বাচ্চু (এলআরবি)

গানের লিরিক্স এখন অনেক রাত – আইয়ুব বাচ্চু (এলআরবি)


ব্যান্ডঃ এলআরবি
এ্যালবামঃ এলআরবি১,২ (ডাবল)
সুরকারঃ আইয়ুব বাচ্চু*
গীতিকারঃ আইয়ুব বাচ্চু*
বছরঃ ১৯৯৯

খন অনেক রাত
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে………… দরজার ওপাশে………

আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে
তাই আমি বসে আছি
তাই আমি বসে আছি
দরজার ওপাশে… দরজার ওপাশে…

চলে যাওয়া সেই পথে
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে
তাই আমি বসে আছি
তাই আমি বসে আছি
দরজার ওপাশে………… দরজার ওপাশে………

এখন অনেক রাত
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে………
দরজার ওপাশে………………………

Related posts

একাকী মন Ekaki Mon :Lyrics (Balam)

Lutfur Mamun

BABA KOTODIN DEKHINA TOMAY-বাবা কতদিন দেখি না তোমায়

Lutfur Mamun

ফজলুর রহমান বাবু,সোনাই হায় হায়রে ,মনপুরা

Lutfur Mamun

Leave a Comment