24.4 C
Dhaka
April 18, 2025
Media

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের নতুন বছরের প্রথম গান ‘চল পালাই

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের নতুন বছরের প্রথম গান ‘চল পালাই

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের নতুন বছরের প্রথম গান ‘চল পালাই

গানে ও অভিনয়ে ২০১৮ সাল মাতিয়ে রেখেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সেই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম গান নিয়ে এলেন তিনি।
রোমান্টিক গানে আসিফ আকবরের জুড়ি নেই। নতুন বছর শুরু করলেন তেমন গানেই। গানের শিরোনাম ‘চল পালাই’। গানটিতে আসিফের সহশিল্পী হয়েছেন পাপড়ি। মাহমুদ জুয়েলের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন জে.কে মজলিশ।

শুধু গানই নয়, গানের ভিডিওতে এবার আসিফকে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল মুখার্জির সঙ্গে। গানটির ভিডিও নির্মাণে ছিলেন সৈকত নাসির।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “২০১৯ এ আসিফ আকবর ‘চল পালাই’ গানের মাধ্যমে সবাইকে স্বাগতম জানাচ্ছে। এটি একটি তারুণ্যের প্রেমের গান। পাপড়ি অনেক ভালো গায়। মাহমুদ জুয়েল ভাইয়ের সাথে অনেক দিন পর আবার কাজ করলাম ভালো লাগছে। ভিডিওতে সৈকত নাসির তার কারিশমা দেখিয়েছে। পায়েল মুখার্জী কলকাতার মেয়ে, খুব ভালো পরফর্ম করেছে গানটিতে। সব মিলিয়ে আসিফিয়ানদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ”

গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। তারা জানায়, আগামী ১০ জানুয়ারি বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Related posts

সুবীর নন্দীর ৭২ ঘণ্টা পার, উন্নতি নেই

Lutfur Mamun

অমিতাভ বচ্চন পরিস্থিতির কারণেই জয়াকে বিয়ে করেছিলেন

Lutfur Mamun

মাহিয়া মাহি রিমান্ডের নামঞ্জুর কারাগারে,স্বামী পলাতক ।।

Lutfur Mamun

Leave a Comment