24.4 C
Dhaka
July 14, 2025
Bangladesh

জুটমিলে অগ্নিকাণ্ড চট্টগ্রামে ভিক্টোরিয়া

জুটমিলে অগ্নিকাণ্ড চট্টগ্রামে ভিক্টোরিয়া

জুটমিলে অগ্নিকাণ্ড চট্টগ্রামে ভিক্টোরিয়া

চট্টগ্রামের ভিক্টোরিয়া জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই পাটকলে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে বলে জানিয়েছেন পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সদীপ দাশ।

জুটমিলে অগ্নিকাণ্ড চট্টগ্রামে ভিক্টোরিয়া
জুটমিলে অগ্নিকাণ্ড চট্টগ্রামে ভিক্টোরিয়া

আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে জানানো হয়, ভিক্টোরিয়া জুট মিলে বিকেল ৫ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। জুট মিলের ভাড়া দেওয়া বিভিন্ন গুদামে আগুন ছড়িয়ে পড়েছে।
পাহাড়তলী থানার ডিউটি অফিসার জানান, ‘ঘটনাস্থলে পুলিশের কয়েকটি টিম ইতোমধ্যে উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে কি কারণে আগুন লেগেছে এ ব্যাপারে পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।’

ঘটনাস্থলে অগ্নিনির্বাপন কাজের তদারকিতে নিয়োজিত ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জসিম উদ্দিনের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, ‘ভিক্টোরিয়া জুট মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর ৭/৮টি গুদাম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে রাখা হয়েছে। এসব গুদামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য সাময়িকভাবে মজুদ করে রেখেছে। এসব গুদামেরই একটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর প্রচেষ্টা অব্যাহত ছিলো। ১৫টি ফায়ার সার্ভিসের গাড়ি একযোগে কাজ করছে।’

Related posts

আজকের পত্রিকা রোববার , ১৯ এপ্রিল ২০২০ , ৬ বৈশাখ ১৪২৭ , || Ajker Patrika Sunday, April 19, 2020 ||

Lutfur Mamun

বিতর্কে জ্যাকলিন ঘনিষ্ঠ ছবি ফাঁস প্রতারক ব্যবসায়ীর সঙ্গে || মিডিয়া নিউজ ||২৭-১১-২০২১ ||

Lutfur Mamun

করোনাভাইরাস আপডেট ও সর্বশেষ খবর || শনিবার, ২৭ মার্চ ২০২১ ১২ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ ||

Lutfur Mamun

Leave a Comment