নির্মাতা-অভিনেতা তানভীরের লাশ উদ্ধার
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে অভিনেতা ও নির্মাতা তানভীর হাসান সুমনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উত্তরা ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে তানভীরের বোনের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় উত্তরা পূর্ব থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচদিন আগে তানভীর তার বোন কোহিনুর নাহারের এই বাসায় বেড়াতে এসেছিলেন।শুক্রবার সকালে ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পান বাসার লোকজন।
তানভীর বিবাহিত, তার পরিবার মিরপুরে থাকে।
এই ঘটনার তদন্ত করছেন উত্তরা থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে ওই বাসায় গিয়ে বিছানায় শোয়া অবস্থায় তানভীরের মৃতদেহ পান তিনি।
“পরিবারের লোকজন বলেছে, তারা সকালে তানভীরের কক্ষে গিয়ে দেখতে পান সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। পরে তারাই নামিয়ে বিছানায় শুইয়ে রাখে।ততক্ষণে তানভীর মারা গেছে।”
তানভীর বেশ কিছু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তার গলায় দাগ রয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা রহিম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজে পাঠান হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে লেখাপড়া করা তানভীর নাটকে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেন। বিজ্ঞাপন নির্মাতা হিসেবে অল্প দিনেই পরিচিত হয়ে ওঠেন তিনি