24.4 C
Dhaka
April 18, 2025
Bangladesh Sports

প্রধানমন্ত্রী সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের পুরস্কৃত করেছেন

প্রধানমন্ত্রী সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের পুরস্কৃত করেছেন

প্রধানমন্ত্রী সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের পুরস্কৃত করেছেন

সাফ এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনুর্ধ ১৮ মহিলা জাতীয় ফুটবল দলের আরও ১০ খেলোয়াড় ও এক কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেন বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

এর আগে গত ১১ অক্টোবর এক অনুষ্ঠানে সাফ জয়ী অনুর্ধ-১৮ খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। তখন বাংলাদেশ অনুর্ধ-১৮ মহিলা জাতীয় ফুটবল দলের ৩০ সদস্যের মধ্যে ১৯ জনকে প্রধানমন্ত্রী পুরস্কার দেন। বাকিদের বৃহস্পতিবার পুরস্কৃত করা হল।

প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ করে টাকা এবং কর্মকর্তাকে ৫ লাখ টাকা দেওয়া হয়।

আর্থিক সহায়তা
জামায়াত-শিবিরকর্মীদের গুলিতে নিহত যুবলীগকর্মী জহিরুল হাসানের স্ত্রী, লোকসঙ্গীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়া এবং সাবেক ভলিবল খেলোয়াড় উপেন্দ্র নারায়ন পালকে (নিখিল পাল) চিকিৎসা সহায়তাসহ ছয়জনকে আর্থিক সহযোগিতা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী এসব অনুদানের চেক দেন বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

নিহত যুবলীগকর্মী জহিরুল হাসানের স্ত্রী বেগম জান্নাতুল ফেরদৌসকে পরিবারের ভরণপোষণের জন্য ১০ লাখ টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী।

লোকসঙ্গীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়ার ক্যান্সার চিকিৎসার জন্য দেন ২৫ লাখ টাকা দেওয়া হয়।

চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের জন্য সাবেক ভলিবল খেলোয়াড় নিখিল পালকে ৩০ লাখ টাকা এবং আরও তিনজনকে চিকিৎসার জন্য ৬১ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।

Related posts

রোনালদোর আশা পর্তুগাল কে বিশ্বকাপ স্বপ্ন পূরণ করবে ||

Lutfur Mamun

করোনাভাইরাস আপডেট ও সর্বশেষ খবর || সোমবার, ২২ মার্চ ২০২১ ৮ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ ||

Lutfur Mamun

আ. লীগ উপজেলা ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত রাখে

Lutfur Mamun

Leave a Comment