24.4 C
Dhaka
April 18, 2025
Media

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী অহনা, মামলা করায় হুমকি

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী অহনা, মামলা করায় হুমকি

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী অহনা, মামলা করায় হুমকি

অভিনেত্রী অহনা রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহতাবস্থায় তাকে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি ডাক্তার আবু জাফর চৌধুরী বীরুর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

অহনার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি অহনা তার খালাতো বোনকে সঙ্গে নিয়ে উত্তরায় নিজ বাসভবনের উদ্দেশ্যে রওয়ানা হন। উত্তরার কাবাব ফ্যাক্টরী থেকে কিছুটা সামনে সাত নম্বর সেক্টরের পূর্ব মাথায় একটি বেপরোয়া গতির পাথর বোঝাই ট্রাক সজোরে ধাক্কা দিয়ে অহনার প্রাইভেটকারের ক্ষতি করে। অহনা নিজের কারের ক্ষতি হয়েছে দাবি করে ট্রাক ড্রাইভারকে নামতে বললে ইচ্ছাকৃতভাবে আবারো অহনার কারটিকে জোরে ধাক্কা দেয় চালক।

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী অহনা, মামলা করায় হুমকি
সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী অহনা, মামলা করায় হুমকি

এমন অবস্থায় অহনা ট্রাকের দরজা ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে থাকে। কিন্তু উত্তরার ১২.১৩ মোড়ের দিকে অহনাকে ওই অবস্থাতেই ট্রাকে করে টেনে নিয়ে জোরে ব্রেক করে ট্রাক থেকে অহনাকে ফেলে দেয়। রাস্তায় থাকা পাথরের উপর অহনা ছিটকে পড়ায় গুরুতর আহত হন।

ঢাকা মেট্রো ট ১৫১৮২৬ নাম্বারের ট্রাক ফেলেই চালক যখন পালিয়ে যায় তখন প্রায় রাত চারটা। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানার পুলিশের সহযোগিতায় ট্রাকটিতে আটকানো হয়।

অহনার ছোট বোন লিজা মিতু বাদী হয়ে গত ৯ জানুয়ারি উত্তরা থানায় মামলা করেছেন যার নং ২৩০(}১। এরইমধ্যে ট্রাকের মালিক পক্ষ থেকে অহনা ও তার পরিবারকে নানান হুমকি দেয়া হচ্ছে বলে জানান অহনা। তিনি বলেন, ০১৮৮৪১২৩৩৪৪ নম্বর থেকে অহনা ও তার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে।

Related posts

বাংলাদেশি অভিনেতা ভারতে নির্বাচনী প্রচারে নেমে বিতর্কে

Lutfur Mamun

নম্র-ভদ্র পাত্র চাই: মেহজাবিন

Lutfur Mamun

#অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃ’ত্যু, Humaira Himu #actress_new_video Kalbela ||

Lutfur Mamun

Leave a Comment