24.4 C
Dhaka
April 17, 2025
News

জোড়া মাথার রাবেয়া-রোকাইয়াকে চিকিৎসার জন্য হাঙ্গেরি নেওয়া হচ্ছে

জোড়া মাথার রাবেয়া-রোকাইয়াকে চিকিৎসার জন্য হাঙ্গেরি নেওয়া হচ্ছে

জোড়া মাথার রাবেয়া-রোকাইয়াকে চিকিৎসার জন্য হাঙ্গেরি নেওয়া হচ্ছে

শুক্রবার রাত ১টার ফ্লাইটে হাঙ্গেরি যাচ্ছেন বলে তাদের বাবা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

সেখানে কয়েক মাসের চিকিৎসা শেষে হাঙ্গেরি থেকে ফেরার পর দেশেই এই যমজ শিশুদের মূল অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা চলছিল রাবেয়া-রোকাইয়ার। এখানেই ইতোমধ্যে দুই দফা অস্ত্রোপচার হয়েছে তাদের।
রাবেয়া-রোকাইয়ার সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের একজন চিকিৎসকসহ পাঁচজন যাচ্ছেন বলে জানান রফিক।
এর আগে দুপুরে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে সংবাদ সম্মেলনে তাদের হাঙ্গেরিতে চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান হিসাবে রাবেয়া-রোকাইয়ার পরিবারের হাতে দুই লাখ টাকা তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সংবাদ সম্মেলনে ডিএমসিএইচের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন জানান, বাংলাদেশ ও হাঙ্গেরির যৌথ উদ্যোগে রাবেয়া-রোকাইয়ার চিকিৎসা হবে। সেখানে হাঙ্গেরি, জার্মানি ও বাংলাদেশের পাঁচটি দলের ২০ সদস্য কাজ করবেন।

তিনি বলেন, রাবেয়া-রোকাইয়া যখন ২০১৭ সালের নভেম্বরে বার্ন ইউনিটে ভর্তি হয় তখন বাংলাদেশে জার্মানি ও হাঙ্গেরির প্রতিনিধি দল ছিল। তখন থেকেই ওদের চিকিৎসার কার্যক্রম শুরু হয়।

অধ্যাপক সামন্ত লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অস্ত্রোপচারের জন্য তাদের মাথার ভেতরে টিস্যু ঢোকানো হবে। এটা আমাদের এখানে করলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য তাদেরকে হাঙ্গেরি পাঠানো হচ্ছে।”
তিনি বলেন, এর মধ্যে শিশু দুটির মস্তিষ্কের রক্তনালীতে দুইবার অস্ত্রোপচার করা হয়। হাঙ্গেরি থেকে দেশে ফিরলে বার্ন ইউনিটেই তাদের পরবর্তী অস্ত্রোপচার হবে।
হাঙ্গেরিতে রাবেয়া-রোকাইয়ার চিকিৎসায় তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলে জানান অধ্যাপক সামন্ত লাল।

২০১৬ সালের ১৬ জুলাই জোড়া মাথা নিয়ে জন্ম নেয় পাবনার চাটমোহরের আটলংকা গ্রামের রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুন দম্পতির সন্তান রাবেয়া-রোকাইয়া।

অন্যান্য হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ঘুরে ২০১৭ সালের ২১ নভেম্বর ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় তাদের।

সূএ- বিডিনিউজ টোয়েন্টিফোর

Related posts

আপনি দেখছেন সমকাল পত্রিকার সংবাদ || News paper Samakal 13 Fabruary 2020 ||

Lutfur Mamun

ডেঙ্গু রোগী সর্বোচ্চ আগস্ট মাসে,ডেঙ্গু সংক্রমণ কমার প্রবণতা ||

Lutfur Mamun

নাফ নদীর তীর রোহিঙ্গা | Naf Nadir Tira Rohingya |

Lutfur Mamun

Leave a Comment