24.4 C
Dhaka
April 17, 2025
Lyrics

গানের লিরিক্স এখন অনেক রাত – আইয়ুব বাচ্চু (এলআরবি)

গানের লিরিক্স এখন অনেক রাত - আইয়ুব বাচ্চু (এলআরবি)

গানের লিরিক্স এখন অনেক রাত – আইয়ুব বাচ্চু (এলআরবি)


ব্যান্ডঃ এলআরবি
এ্যালবামঃ এলআরবি১,২ (ডাবল)
সুরকারঃ আইয়ুব বাচ্চু*
গীতিকারঃ আইয়ুব বাচ্চু*
বছরঃ ১৯৯৯

খন অনেক রাত
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে………… দরজার ওপাশে………

আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে
তাই আমি বসে আছি
তাই আমি বসে আছি
দরজার ওপাশে… দরজার ওপাশে…

চলে যাওয়া সেই পথে
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে
তাই আমি বসে আছি
তাই আমি বসে আছি
দরজার ওপাশে………… দরজার ওপাশে………

এখন অনেক রাত
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে………
দরজার ওপাশে………………………

Related posts

তুমি আমার সুরে সুরে-হাসান(আর্ক) Tumi amar sure sure- Hasan(Ark) Lyrics

Lutfur Mamun

..দুনিয়া সুন্দর মানুষ সুন্দর বাংলা গজল..

Lutfur Mamun

LYRIC :Ki Nesha – কি নেশা (কি নেশা ছড়ালে কি মায়ায় জড়ালে) Balam

Lutfur Mamun

Leave a Comment