24.4 C
Dhaka
May 14, 2025
Sports

৭ গোলের থ্রিলার ম্যাচে লিভারপুলের রোমাঞ্চকর জয়

৭ গোলের থ্রিলার ম্যাচে লিভারপুলের রোমাঞ্চকর জয়

৭ গোলের থ্রিলার ম্যাচে লিভারপুলের রোমাঞ্চকর জয়

জোড়া গোল করলেন মোহামেদ সালাহ। জালের দেখা পেলেন রবের্ত ফিরমিনো ও সাদিও মানে। শুরুতে পিছিয়ে পড়লেও তিন ফরোয়ার্ডের নৈপুণ্যে সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে লিভারপুল।

প্রথমার্ধের শুরু থেকে বলের নিয়ন্ত্রণে আধিপত্য করলেও গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারছিল না লিভারপুল। অষ্টম মিনিটে জোয়েল মাতিপের শট ঠিকানা খুঁজে পায়নি। পাঁচ মিনিটে পর ফিরমিনোর শটও উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

উল্টো লিভারপুল সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ৩৪তম মিনিটের পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় ক্রিস্টাল। বাঁ দিক দিয়ে জেমস মিলনারকে কাটিয়ে উইলফ্রেদ জাহা বল বাড়ান অ্যান্ড্রোস টাউনসেন্ডের উদ্দেশে; বাঁ পায়ের দারুণ শটে আলিসনকে পরাস্ত করেন এই ইংলিশ মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতার স্বস্তি ফেরে লিভারপুল সমর্থকদের মুখে। ভার্জিল ফন ডাইকের থেকে বল পেয়ে গোলমুখ থেকে সহজেই লক্ষ্যভেদ করেন সালাহ।

৫৩তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। মিলনারের ক্রস নাবি কেইটা হয়ে পেয়ে যান ফিরমিনো। ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

৬৫তম মিনিটে সতীর্থের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে ক্রিস্টালকে সমতায় ফেরান জেমস টমকিনস।

১০ মিনিটে পর গোলরক্ষকের ভুলে ফের পিছিয়ে পড়ে ক্রিস্টাল। মিলনারের ক্রসে গোলরক্ষক পাঞ্চ করার পর বল নিজেদের গোলমুখেই ছুটছিল; সালাহ স্রেফ টোকা দেওয়ার কাজটুকু করেন। লিগের গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকা মিশরের এই ফরোয়ার্ডের গোল হলো ১৬টি।

৮৯তম মিনিটে মিলনার দ্বিতীয় হলুদ কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল। তবে পরের মিনিটেই স্কোরলাইন ৪-২ করেন মানে।

শেষ দিকে ব্যবধান কমাতে পারলেও সমতায় আর ফিরতে পারেনি ক্রিস্টাল।

শীর্ষে থাকা ইয়ুর্গেন ক্লপের দলের পয়েন্ট ২৩ ম্যাচে হলো ৬০।

শনিবার অন্য ম্যাচে পল পগবা ও মারকাস র‌্যাশফোর্ডের গোলে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ ম্যাচে ১৩ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৪৪।

Related posts

বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা তামিম নৈপুণ্যে

Lutfur Mamun

বাংলাদেশ আশরাফুল দলের সাবেক অধিনায়ক সেমিতে খেলার মতো দল হয়ে উঠিনি আমরা,Bangladesh Cricket Team,,

Lutfur Mamun

#T20 World Cup বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে ||

Lutfur Mamun

Leave a Comment