আইপিএল-এ দল কিনবেন বচ্চন পরিবার
ফুটবল,কাবাডির পর বচ্চন পরিবারের টার্গেট এবার আইপিএল। প্রো কবাডি লিগে ফ্র্যাঞ্চাইজি রয়েছে বচ্চন পরিবারের। আইএসএলেও চেন্নাইয়ান এফসি ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধারও তাঁরা।
কবাডি, ফুটবলের পর আইপিএলএর দল কিনতে চায় বচ্চন পরিবার। সেই মর্মে চেন্নাই সুপার কিংসের সঙ্গে কথাও চালিয়েছিল তারা। তবে কোনও লাভ হয়নি। তারপর রাজস্থান রয়্যালস দলের ফ্র্যাঞ্চাইজি কেনার ইচ্ছেপ্রকাশ করে দলের এক কর্তার সঙ্গে লন্ডনে দেখাও করেন অভিষেক বচ্চন
রাজস্থান রয়্যালসের সঙ্গে এখনও যুক্ত রয়েছেন নির্বাসিত ললিত মোদীর এক আত্মীয়। মোদির বিষয়টি এখনও তদন্তের আওতায় রয়েছে। তাই রাজস্থান রয়্যালসের সত্ত্ব বিক্রি করার ক্ষেত্রে বোর্ডের অনুমতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।