24.4 C
Dhaka
September 18, 2024
Bangladesh

আশরাফের আসনে বোন জাকিয়া নূর ,ঢাকা উত্তরে আতিকুল, নৌকার প্রার্থী

আশরাফের আসনে বোন জাকিয়া নূর ,ঢাকা উত্তরে আতিকুল, নৌকার প্রার্থী

আশরাফের আসনে বোন জাকিয়া নূর ,ঢাকা উত্তরে আতিকুল, নৌকার প্রার্থী

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শুন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচনে তার ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপিকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচনে পোশাক ব্যবসায়ী আতিকুল ইসলামকেই প্রার্থী করছে ক্ষমতাসীন দলটি।

শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয় বলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।

আগামী ২৮ ডিসেম্বর ভোটের দিন রেখে কিশোরগঞ্জ-১ আসনে সাধারণ নির্বাচন এবং ঢাকা উত্তরের মেয়র পদে উপ-নির্বাচন ও দুই সিটির সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন।

আশরাফের আসনে বোন জাকিয়া নূর ,ঢাকা উত্তরে আতিকুল, নৌকার প্রার্থী
আশরাফের আসনে বোন জাকিয়া নূর ,ঢাকা উত্তরে আতিকুল, নৌকার প্রার্থী

কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশের প্রথম সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ। থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বরের ভোটেও নির্বাচিত হন তিনি।
তবে শপথ নেওয়ার আগেই সৈয়দ আশরাফ মারা যাওয়ায় আসনটি শূন্য হয়ে নতুন করে ভোট করার প্রয়োজন হয়ে পড়ে।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের আসনে নৌকার প্রার্থী হতে বোন লিপি ছাড়াও তাদের ভাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ সাফায়েত উল ইসলামসহ কয়েকজন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

এদের মধ্যে পেশায় চিকিৎসক জাকিয়া নূর লিপিকেই বেছে নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নির্বাচনে তাকে জয়ী করতে স্থানীয় আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল।

জাকিয়া নূরকে আওয়ামী লীগের মনোনয়নের ঘোষণার পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন তাকে আমরা সবাই মেনে নিয়েছি।

এদিকে আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পূদ শূন্য হয়েছিল ২০১৭ সালের নভেম্বরে। ওই পদে উপ-নির্বাচনের পাশাপাশি ঢাকার দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য গতবছর তফসিলও ঘোষণা করেছিল ইসি।
কিন্তু আদালতের স্থগিতাদেশের কারণে সেই ভোট এতদিন আটকে ছিল। সম্প্রতি আদালতের স্থগিতাদেশ উঠে গেলে ঢাকা সিটির এ নির্বাচনের পথ তৈরি হয়।

২০১৮ সালে তফসিল ঘোষণার পরও তৈরি পোশাক খাতের ব্যবসায়ী আতিকুল ইসলামকে প্রার্থী মনোনীত করেছিল আওয়ামী লীগ।

শনিবারের এই বৈঠকে আরও তিনটি পৌরসভা এবং ৩০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

Related posts

করোনাভাইরাস আপডেট ও সর্বশেষ খবর || রোববার, ০৮ আগস্ট ২০২১,২৪ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ ||

Lutfur Mamun

করোনাভাইরাস আপডেট ও সর্বশেষ খবর || সোমবার, ০৫ এপ্রিল ২০২১,২২ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ ||

Lutfur Mamun

Online Magazine News Headline -8 Januray 2020 | আপনি দেখছেন কিছু অনলাইন পত্রিকার সংবাদ শিরোনাম |

Lutfur Mamun

Leave a Comment